বিয়ে করলেন ‘ব্যাচেলর পয়েন্টের’ কাবিলা

0 216

অনলাইন ডেস্ক:

ছোটপর্দার এসময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। পর্দায় তার কাবিলা চরিত্র দারুণ সাড়া ফেলেছে। এতে দর্শকমহলে ‘কাবিলা’ নামেই পরিচিতি অভিনেতার। তার অভিনয়গুনের কারণেই এই সাফল্য।

নতুন খবর হচ্ছে, এই অভিনেতা বিয়ে করেছেন। নির্মাতা কাজল আরেফিন অমি শুক্রবার (১৬ ডিসেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন এই খবর।

এই নির্মাতা লেখেন, ‘২০১৬ সালের মার্চ, এপ্রিলের দিকে পলাশ আমার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে সে। আমার বিভিন্ন কাজে জোর করে তাকে দিয়ে এক-দুই দৃশ্যে অ্যাক্টিং করাতাম। তবে ও কখনই তা করতে চাইতো না। বলতো, অ্যাক্টিং করলে আমি ডিরেকশনের কাজে মনোযোগী হতে পারি না।’

‘আমার কেন যেন সবসময় মনে হতো পলাশকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি আমার হাল ছাড়িনি। একটার পর একটা চেষ্টা চালিয়ে গেছি। এই চেষ্টা তার পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা।’

পর্দার কাবিলার জনপ্রিয়তা নিয়ে অমি লেখেন, ‘দেখতে দেখতে ও কত বড় হয়ে গেল। নিজে ডিরেকশন শুরু করল, অভিনেতা হিসেবে সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল। ওকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, তা বলে বুঝাতে পারব না আমার কতটুকু ভালো লাগে। এই অনুভূতি কেউ বুঝবে না।’

তিনি লেখেন, ‘আমি চাই পলাশ জীবনে আরও অনেক বড় হোক। আমার চোখে ওর জীবনটা মাত্র শুরু, এখনো অনেক দূর যেতে হবে। আমি তাকে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখতে চাই। আর এই ছেলেটা তার নতুন জীবনে পা রেখেছে, ওর জন্য অনেক দোয়া ও ভালোবাসা।’

অভিনেতা পলাশের বিয়ে প্রসঙ্গে অমি আরও লেখেন, ‘সম্প্রতি পলাশ ও আমাদের লক্ষী নাফিসা তাদের পরিবার এবং আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।’

Leave A Reply

Your email address will not be published.