অবসর প্রসঙ্গে মুখ খুললেন ‌‘বিশ্ব চ্যাম্পিয়ন’ মেসি

0 176

অনলাইন ডেস্ক:

শেষ বিশ্বকাপ খেলতে কাতার যান লিওনেল মেসি। ফাইনালে শিরোপা জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মঞ্চকে বিদায়ও জানান তিনি। ঘোষণাটা অবশ্য আগেই দিয়েছেন। বিশ্বকাপ মঞ্চে এই কিংদন্তিকে আর দেখা না গেলেও  দেখা যাবে আন্তর্জাতিক ফুটবলে। এমনটাই নিশ্চিত করেছেন খোদ মেসি নিজেই।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের পাশাপাশি গোল্ডেন বলও নিজের করে নেন মেসি।

ম্যাচ শেষে গণমাধ্যমকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মেসি বলেন, ‘গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।’-আল জাজিরা।

২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে মেসি। সেবার শিরোপার সামনে দিয়ে হেঁটে গেলেও ছুঁয়ে দেখার সুযোগ হয়নি তার। হয়নি চুমু খাওয়ার, উঁচিয়ে ধরার। তবে এবার যেন সব স্বপ্ন এক সঙ্গে পুরণ হলো। সোনালি ট্রফিটা নিয়ে মেসি তাই যারপরনাই উৎফুল্ল, ‘আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।’

মেসি আরও বলেন, ‘আমরা প্রচুর ভুগেছি। তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এল। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।’

Leave A Reply

Your email address will not be published.