ইল্যুসিভ ইল্যুশন

0 347
Andrew Polushkin | Saatchi Art
Andrew Polushkin | Saatchi Art

ইল্যুসিভ ইল্যুশন

খুবই অদ্ভুত লাগলো ব্যাপারটা। মাঝে মাঝে মনে হয়, প্যাট্রিক মেল্টনের লেখা লাইফ গেইম স্টোরির কোনো এক চরিত্র আমি। কেউ খেলছে আমাকে নিয়ে। একেক খেলার একেক ধরণ। এই ধরণের খেলাগুলো খুবই ইল্যুসিভ।

– কে আপনি?
– আপনি কে?
– আরিফ?
– জি আরিফ
– অ্যঁ। স্যরি রং নাম্বার
– নাম তো ঠিকই বললেন।
– না আমি শরিফকে চাচ্ছিলাম।
– তাহলে আরিফ বললেন যে?
– বললে কি হইছে?
– ফাজলামি রাখেন।
– আচ্ছা যান, ফোন রাখলাম।

অপরিচিত কারো সাথে কথা বলতে সবসময়ই ক্যান যেনো বিব্রতবোধ করি। সেদিনও বিরক্ত হচ্ছিলাম, খুব। ফোন রাখার পর অনুভুতি পাল্টে গেলো। আমি ফিল করছি। যে ফোন করেছিলো, বোধহয় তাকে অনুভব করছি। কারণ সে আমাকে সংশয়িত করতে পেরেছে। পরিচয় না দিয়েও কাউকে হিপনোটাইজ করা যায়, এমনটা আগে কেউ কখনো ভাবেনি। মানবজাতির মস্তিস্ক সত্যিই অনুর্বর।

এভাবে পরিচয় না দিয়ে একজনকে সম্মোহিত করা ভালো কিনা জানিনা। তবে ব্যাপারটা ভালো ছিলো। আরেকবার ফোন আসুক। এবার অনেকক্ষণ কথা বলবো…

Tags : Ilyusibha Ilyusana

Source 1 & Source 2

Leave A Reply

Your email address will not be published.