ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত ৪৯

0 169

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কেউ মারা যায়নি। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ২৭ ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৭১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২১৪ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬১ হাজার ২৬০ জন।

Leave A Reply

Your email address will not be published.