রাজধানীর হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল থেকে এক নারী সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শবনম শারমিন নামের ওই নারী সাংবাদিক অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাতে (২৭ ডিসেম্বর) হাতিরঝিল থানা এলাকার প্রিয়সী বারের পাশের ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে বলে জানা যায়।
তার স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম।