ইতিহাসের সাক্ষী হতে মেট্রো স্টেশনে দীর্ঘ লাইন

0 126

অনলাইন ডেস্ক:

নির্ধারিত সময় সকাল ৮টার আগেই মেট্রো স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। আজ বৃহস্পতিবার মেট্রোরেলে ভ্রমণ করে ইতিহাসের সাক্ষী হতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আগারগাঁও মেট্রোরেল স্টেশনে জড়ো হতে থাকেন।

সকাল ৮টার আগেই যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। উৎসুক জনতার আনন্দযাত্রার পাশাপাশি জরুরি প্রয়োজনে উত্তরা যাচ্ছেন এমন যাত্রীও আছেন লাইনে।

ভোর ৫টার পরপরই সবার প্রথমে লাইনে দাঁড়িয়েছেন কামরুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি অফিস থেকে দুই ঘণ্টার ছুটি নিয়েছেন শুধু মেট্রোতে চড়ার জন্য। আগারগাঁও থেকে তিনি যাবেন শেষ প্রান্তে। তার মতো ভোর থেকে শতাধিক ব্যক্তি আগারগাঁও স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন মেট্রোরেলে চড়ার বাসনা নিয়ে।

তবে, ডাক্তার দেখাতে উত্তরা যেতে মেট্রো স্টেশনে অপেক্ষা করার কথা বলেছেন তাহমিনা নামের এক নারী। তিনি দিনাজপুর থেকে ঢাকায় এসে ইস্কাটনে উঠেছেন আত্মীয়ের বাসায়।

আগারগাঁও স্টেশনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আজিজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল ৮টায় গেট খুলতে বলা হয়েছে।

আগারগাঁও স্টেশনে ভোর ৫টা থেকে লাইন শুরু হলেও সাড়ে ৭টার দিকে লাইন পাসপোর্ট অধিদপ্তর ছড়িয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.