নৌকার প্রার্থী হলে ৫০ হাজার ভোটে জিতবেন আশা নায়িকা মাহির

0 143

অনলাইন ডেস্ক:

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তুলবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা পাঁচ সংসদ সদস্যের শূন্য আসনে ভোটগ্রহণ করতে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য পাঁচ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষদিন ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি। তিনি বলছেন, ‘মনোনয়ন পেলে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব ইনশাল্লাহ। কারণ, ওই এলাকার নারীরা আমাকে অনেক সাপোর্ট করছে। তারা সবাই আমাকে ভোট দেবে। মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। তিনি আমাকে মনোনয়ন দেবেন বলেই বিশ্বাস।’

এই আসনে বিএনপির এমপি ছিলেন আমিনুল ইসলাম। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীকে ২৫ হাজার ভোটে হারিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.