বড় বাজেটে বড় ফ্লপ : বলিউডের যে ১৪ সিনেমা

0 306

অনলাইন ডেস্ক:

ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বাজার বলিউড। যদিও এই ইন্ডাস্ট্রি এখন জৌলুস হারিয়ে বেশ ফিকে। অনন্ত ২০২২ সাল সেটাই প্রমাণ করছে।

চলতি বছর বড় বাজেটের একাধিক সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে  মুখ থুবড়ে পড়ছে। ফ্লপ হওয়া সিনেমার তালিকায় আছে আমির খান, অক্ষয় কুমার, হৃতিক রোশন, কঙ্গনা রানাউত, তাপসী পান্নু, আয়ুষ্মান খুরানা মতো তারকাদের নাম।

চলতি বছরে বলিউডের বড় বাজেটে বড় ফ্লপ হওয়া ১৪ সিনেমার তালিকা তৈরি করেছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া অনলাইন।

বচ্চন পাণ্ডে (১৮ মার্চ)
অভিনয় : অক্ষয় কুমার ও কৃতি শ্যানন
বাজেট : ১৬৫ কোটি রুপি
বক্স অফিস : ৪৯ কোটি রুপি (ভারত)

জার্সি (১৯ এপ্রিল)
অভিনয় : শহীদ কাপুর ও মৃণাল ঠাকুর
বাজেট : ৮০ কোটি রুপি
বক্স অফিস : ১৮ কোটি রুপি (ভারত)

হিরোপান্তি ২ (২৯ এপ্রিল)
অভিনয় : টাইগার শ্রফ, নওয়াজুদ্দীন সিদ্দিকী
বাজেট : ৭০ কোটি রুপি
বক্স অফিস : ২৪ কোটি রুপি (ভারত)

জয়েশভাই জোরদার (১৩ মে)
অভিনয় :  রণবীর সিং
বাজেট : ৮৬ কোটি রুপি
বক্স অফিস : ২৬ কোটি রুপি (ভারত)

ধাকদ (২০ মে)
অভিনয় : কঙ্গনা রানাউত
বাজেট : ৮৫ কোটি রুপি
বক্স অফিস : ২.৫ কোটি রুপি (ভারত)

সম্রাট পৃথ্বীরাজ (৩ জুন)
অভিনয় : অক্ষয় কুমার
বাজেট : ১৭৫ কোটি রুপি
বক্স অফিস : ৬৮ কোটি রুপি (ভারত)

সাবাশ মিঠু (১৫ জুলাই)
অভিনয় : তাপসী পান্নু
বাজেট : ৪৮ কোটি রুপি
বক্স অফিস : ২.৮৯ কোটি রুপি (ভারত)

শামশেরা (২২ জুলাই)
অভিনয় : রণবীর কাপুর
বাজেট : ১৪৫ কোটি রুপি
বক্স অফিস : ৪১.৫ কোটি রুপি (ভারত)

লাল সিং চাড্ডা (১১ আগস্ট )
অভিনয় : আমির খান
বাজেট : ১৮৬ কোটি রুপি
বক্স অফিস : ৫৯ কোটি রুপি (ভারত)

রক্ষা বন্ধন (১১ আগস্ট)
অভিনয় : অক্ষয় কুমার
বাজেট : ১০০ কোটি রুপি
বক্স অফিস : ৪৫ কোটি রুপি (ভারত)

বিক্রম ভেদা (৩০ সেপ্টেম্বর) 
অভিনয় : হৃতিক রোশন
বাজেট : ১৮০ কোটি রুপি
বক্স অফিস : ৭৮.৬ কোটি রুপি (ভারত)

গুডবাই (৭ অক্টোবর)
অভিনয় : অমিতাভ বচ্চন,
রশ্মিকা মন্দানা
বাজেট : ৩০ কোটি রুপি
বক্স অফিস : ১০ কোটি রুপি (ভারত)

রাম সেতু (২৫ অক্টোবর)
অভিনয় : অক্ষয় কুমার
বাজেট : ১৫০ কোটি রুপি
বক্স অফিস : ৭১.৮৭ কোটি রুপি (ভারত)

অ্যান অ্যাকশন হিরো (২ ডিসেম্বর)
অভিনয় : আয়ুষ্মান খুরানা
বাজেট : ৩০ কোটি রুপি
বক্স অফিস : ১০ কোটি রুপি (ভারত)

Leave A Reply

Your email address will not be published.