কবর থেকে তুলে মরদেহের সঙ্গে রাতযাপন
অনলাইন ডেস্ক:
শরীয়তপুরে কবর থেকে শিশুর মরদেহ তুলে এনে সেই মরদেহ পাশে নিয়ে রাতযাপন করেছে রাজন ফকির নামে এক কিশোর।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে শরীয়তপুরের গোসাইরহাটের নাগেরপারা ইউনিয়নের পশ্চিম কাচনা গ্ৰামে এমন ঘটনা ঘটে। পরদিন সকালে রাজনের ঘর থেকে মৃত শিশুর মরদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছেন স্বজনরা।
রাজন ফকির নিহত শিশুর আত্মীয় ও মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করে নি নিহত ওই শিশুর পরিবার। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওই শিশুর বাবা জানান, গত বুধবার দুপুরে তার ছেলে নাঈম মাদবর (৩) পানিতে ডুবে মারা যায়। সন্ধ্যায় পশ্চিম বড় কাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কিন্তু সকালে কবরের ভেতর নাঈমের মরদেহ পাওয়া যায়নি। কবরের মাটি দুপাশে সরানো অবস্থায় দেখতে পায় স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পর মরদেহ শিশুটির বাবার ফুফাতো ভাই মোকলেস ফকিরের ঘরে পাওয়া যায়। এসময় শিশুটির পরনে ট্রাউজার ও শার্ট পরানো অবস্থায় ছিল।
পরে আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের সহায়তায় শিশুটিকে পুনরায় ওই কবরেই দাফন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছে। অভিযুক্ত ওই কিশোর মানসিক ভারসাম্যহীন হওয়ায় এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
নিহত নাঈমের দাদা সাঈদুল মাদবর জানান, কবর খুঁড়ে মরদেহ তুলে এনে জামা–কাপড় পরিয়ে একসঙ্গে রাতে ঘুমিয়েছে রাজন ফকির। শিশুটি কবরে একা একা কীভাবে থাকবে, তাই সে কবর থেকে তুলে নিয়ে এসেছে। দাফনের সময় সবাই নাইমকে দেখেছে কিন্তু সে দেখতে পারেনি বলে তুলে নিয়ে আসছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদে রাজন মরদেহ তুলে আনার কথা স্বীকার করে এসব জানিয়েছেন।
প্রতিবেশী তোফায়েল মাস্টার জানান, কবরে মরদেহ না থাকার বিষয় সকালে জানাজানি হলে খোঁজখবর শুরু হয়। কিশোর রাজন ফকিরের কথাবার্তায় সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সে মরদেহ তুলে নিয়ে গেছে।
পরে তার এক ভাইয়ের ঘরে গিয়ে শিশুটির মরদেহ পাওয়া যায়। ওই ভাই ঢাকায় থাকে। ঘরটি খালিই পড়ে থাকে।
ওই প্রতিবেশী আরও জানান, খাটের ওপর রেফ্রিজারেটরের কার্টন বিছিয়ে শিশুটিকে ট্রাউজার ও শার্ট পরিয়ে শুইয়ে রাখা হয়েছে। একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বলছে, রাতে একসঙ্গে ঘুমিয়েছিল তারা।