রোববার থেকে সিটিং সার্ভিস বন্ধ: চলবে মোবাইল কোর্ট

0 172

ডিএমপি নিউজ রিপোর্ট: রোববার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ। চলবে মোবাইল কোর্টের অভিযান। আগামীকাল থেকে সিটিং, স্পেশাল ও গেটলক নামে কোন অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করা যাবে না। পাশাপাশি যানবাহন থেকে অবৈধ হুক অ্যাঙ্গেল ও অতিরিক্ত আসন খুলে ফেলা, ছাদে লোক না উঠা, নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচলনা করা হবে বলে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র জানায়। এছাড়া সিটিং সার্ভিস বন্ধে মালিক সমিতি পাঁচটি পরিদর্শন দল (ভিজিল্যান্স টিম) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করবে মালিক সমিতির পক্ষে জানানো হয়।

এ ব্যাপারে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদেরকে বলেন, শনিবার থেকেই অনেক মালিক সিটিং সার্ভিস বাতিল করে নরমাল চালাচ্ছেন। রোববার থেকে রাজধানীতে কোন সিটিং সার্ভিস থাকবে না। সিটিং সার্ভিসের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভিজিল্যান্স টিমের মাধ্যমে অভিযান চালানো হবে। বিআরটিএ কর্মকর্তাদের সাথে সমন্বয় করে এই অভিযান চালানো হবে জানান তিনি।

মালিক-শ্রমিক সূত্রগুলো জানায়, বিআরটিএর নিজস্ব চারজন নির্বাহী হাকিম রয়েছেন। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন। রোববার থেকে এসব আদালতে যাতে সিটিং সার্ভিস বন্ধে তৎপরতা চালানো হয়, সে অনুরোধ জানানো হবে মালিক সমিতির পক্ষ থেকে।

সড়ক পরিবহন সমিতি গত ৪ এপ্রিল আরও যেসব সিদ্ধান্ত জানিয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে ১৫ এপ্রিলের পর যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ভাড়ার তালিকা বাসের ভেতর দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। ছাদের ওপরে ক্যারিয়ার, সাইট অ্যাঙ্গেল ও ভেতরের অতিরিক্ত আসন খুলে ফেলতে হবে। প্রতিটি বাস ও মিনিবাসে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণ করতে হবে। এক মাসের মধ্যে রংচটা, রংবিহীন, জরাজীর্ণ বাস মেরামত করে রাস্তায় নামাতে হবে। এ সকল বিষয়ে নগরের পাঁচটি স্থানের সড়কে অবস্থান করবে মালিক সমিতির ভিজিল্যান্স টিম।

স্থানগুলো হচ্ছে আসাদগেট, আগারগাঁও (আইডিবি ভবনের সামনে), শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ও যাত্রাবাড়ীর চাংপাই রেস্তোরাঁর সামনে। শনিবার বিকেল চারটায় রাজধানীর এলেনবাড়ীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এ বিষয়ে এক বৈঠক করে মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

এ ব্যাপারে বিআরটিএ’র সচিব শওকত আলী সংবাদিকদেরকে বলেন, রাজধানীতে সিটিং সার্ভিস নামে চিটিং করা হচ্ছে। এর বিরুদ্ধে রোববার থেকে অভিযান চালানো হবে। এছাড়া অবৈধ হুক অ্যাঙ্গেল ও অতিরিক্ত আসন খুলে ফেলা, ছাদে লোক না উঠা, নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচলনা হবে।

Leave A Reply

Your email address will not be published.