রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমা করবে না ইউক্রেন : জেলেনস্কি

0 233

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার জন্য তার দেশ রাশিয়াকে ‘ক্ষমা করবে না’। নতুন বছরের প্রাক্কালে রাজধানী কিয়েভসহ ইউক্রেনে ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এরপরই ক্ষুব্ধ বার্তায় জেলেনস্কি এ কথা বলেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত তিন দিনের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয়বার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষ হামলায় ইউক্রেনের রাজধানী শহরে কমপক্ষে একজন প্রাণ হারিয়েছেন। এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর গত শুক্রবার দেশটিতে সবচেয়ে বড় বিমান হামলা চালায় রুশ বাহিনী।

সোশ্যাল মিয়িায় দেওয়া বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘নববর্ষের প্রাক্কালে বেশ কয়েকবার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। মানুষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র … এর জন্য বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।’

Leave A Reply

Your email address will not be published.