ছেলে-বৌমার কলহ নিয়ে যা বললেন পরীমণির শ্বশুর

0 298

অনলাইন ডেস্ক:

পরীমণির নামের সঙ্গে আলোচনা সমালোচনা যেন থাকবেই। সবসময় নিত্যনতুন কনট্রোভার্সি নিয়ে তিনি উপস্থিত থাকেন। এবারও তার ব্যতিক্রম নেই। আবারও তাকে জড়িয়ে  সমালোচনা নিজেই উস্কে দিয়েছেন তিনি।

নিজের পরিবারের হাড়ির খবর সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে উন্মুক্ত করে রাখেন। নেটিজেনরাও ব্যঙ্গ ও রসাত্মক কমেন্ট করতে ছাড় দেন না।

এবার আবার স্বামীকে জড়িয়ে আলোচনায় পরী। গত ৩১ ডিসেম্বর পরী ফেসবুকে নিজের সঙ্গে রাজের সম্পর্কের অবনতির কথা জানিয়ে ফেসবুকে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।

এ ঘটনায় সংবাদমাধ্যম থেকে শরিফুল রাজের বাবা মুসলিম মিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘শুটিং শেষ করে বাসায় ফিরতে রাজের কিছুটা দেরি হয়। এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। পরী অভিমান করে থাকলেও তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভবনা নেই। আমরা সবাই একসঙ্গে আছি। আশা করি তাদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে।

Leave A Reply

Your email address will not be published.