বৈশাখী উৎসবে হারিয়ে যাওয়া ৭ শিশুকে খুঁজে দিল পুলিশ

0 179

পহেলা বৈশাখ বাঙালীর উৎসব। সকলে আনন্দে মেতেছিল সারাদিন। আর এই আনন্দ ক্ষণিকের জন্য কারো কারো কাছে হয়ে গিয়েছিল বিষাদময়। কারণ ভীড়ের মাঝে তারা হারিয়ে ফেলেছিলেন নিজ সন্তানকে। কিন্তু পুলিশ ঢাকা মহানগরীকে কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে রেখেও সামাজিক নিরাপত্তা থেকে একটুও পিছপা হয়নি। সামাজিক নিরাপত্তার দায়বদ্ধতা থেকে বৈশাখী উৎসবে মেতে থাকা হারিয়ে যাওয়া ৭ সন্তানকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ছয় বছরের শিশু দুর্জয়। বাবার সাথে এসেছিল রমনার বৈশাখী উৎসবে। কিন্তু লোকের ভিড়ে দুর্জয় হারিয়ে ফেলে তার বাবা পিন্টু দাসকে। কিন্তু হারাতে পারেনি পুলিশের চোখকে। ঠাঁই হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর লস্ট এন্ড ফাউন্ড সেন্টারে। আর অবশেষে তার বাবাকে খুঁজে পুলিশ ফিরিয়ে দেয় দুর্জয়কে।ধোলাইখাল হতে বাবা মায়ের সাথে রমনা পার্কে বৈশাখী উৎসবে এসেছিল সঞ্চিতা। বয়স ৯ বছর। হারিয়ে ফেলেছিল বাবা মাকে। কিন্তু হারায়নি তার পুলিশ আঙ্কেলদের। এক পুলিশ আঙ্কেলকে তার বাবা মাকে খুঁজে না পাওয়ার কথা বলতেই লস্ট এন্ড ফাউন্ডে নিয়ে যায় সেই পুলিশ আঙ্কেল। তারপর তার বাবা জলিলকে খুঁজে ফিরিয়ে দেওয়া হয় সঞ্চিতাকে। সঞ্চিতা বলল- ‘পুলিশ আঙ্কেল তুমি খুব ভাল’।এমনিভাবে সিনহা, তানভীর, মামুন, সাফা, সোহান এরাও হারিয়ে ফেলেছিল তাদের বাবা মা কে। নেওয়া হয় লস্ট এন্ড ফাউন্ড সেন্টারে। পরে মাইকিং করে তাদের হারানো বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তখন কেউ বলছিল-‘স্যালুট তোমায়, বন্ধু পুলিশ। আবার কেউ আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কন্ঠে বলছিল-‘‘পুলিশের জন্যই আমার সন্তানকে আবার ফিরে পেয়েছি’’ ।

Leave A Reply

Your email address will not be published.