কক্সবাজার সদর থানায় স্ত্রীর বিরুদ্ধে আরজে কিবরিয়ার জিডি

0 172

অনলাইন ডেস্ক:

কক্সবাজার সদর মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে এ জিডি করেন তিনি।

রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকারের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তবে স্বামী-স্ত্রীর মধ্যে ঘটনার বিষয়ে কিছু বলেননি তিনি।

জানা যায়, গতকাল বুধবার সস্ত্রীক কক্সবাজারে বেড়াতে আসেন আরজে কিবরিয়া। পরে সাইমন হোটেলে ওঠেন তাঁরা। আজ বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে জাতীয় পরিষেবা ৯৯৯-এ কল দেন আরজে কিবরিয়া। পরে এ ঘটনায় সদর থানায় জিডিটি করেন তিনি।

এ ব্যাপারে আরজে কিবরিয়ার মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তাই সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.