জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালন স্থগিত থাকবে : আদালত

0 179

অনলাইন ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া জিন্নাহ এ আদেশ দেন।

গত ১৬ জানুয়ারি দল পরিচালনায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে জেলা জজ আদালতে আপিলের পুনরায় শুনানির জন্য আজ (১৯ জানুয়ারি) দিন ঠিক করেছেন আদালত।

এর আগে জিএম কাদেরের দায়িত্ব পালন-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন গত ১৪ জানুয়ারি নিষ্পত্তি করেন আপিল বিভাগ। একই সঙ্গে নিম্নআদালতে আপিল শুনানি করতে নির্দেশ দেওয়া হয়।

চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে গত ৪ অক্টোবর মামলা দায়ের করেন দলটির বহিষ্কৃত নেতা এবং সাবেক এমপি জিয়াউল হক মৃধা। পরে ৩১ অক্টোবর জিএম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। তারপর গত ২৪ নভেম্বর এ আবেদনের ওপর শুনানির জন্য জেলা জজ আদালতে মিস আপিল দায়ের করা হয়। সেই আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের।

পরে গত ৩০ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টের আদেশ ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.