ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু

0 217

অনলাইন ডেস্ক:

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন সময়ে চারজন ও বৃহস্পতিবার রাতে একজনের মৃত্যু হয়।

দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার এশার নামাজের সময় খিত্তায় বসে জিকির করা অবস্থায় আবদুল হান্নান নামের এক মুসল্লি অজ্ঞান হয়ে পড়েন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। রাত ১১টায় খিত্তায় বসা অবস্থায় মারা যান ব্যবসায়ী বোরহান। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যায় গাইবান্ধার শুক্কুর মণ্ডল নামের এক মুসল্লি মারা যান। এ ছাড়া গতকাল ভোরে সাভারের শিমুলতলী এলাকার মফিজুল ইসলাম মারা যান।

এদিকে দেশি-বিদেশি মুরব্বিদের বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। আজ শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী। এর আগে শুরু থেকেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা মুখরিত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।

আগামীকাল রবিবার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা সাদ কান্দলভি অনুসারীদের ইজতেমার এই পর্ব শেষ হবে।

Leave A Reply

Your email address will not be published.