১৮ বছরের কম বয়সীদের কাছে কনডম ও পিল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিলো সরকার

0 233

অনলাইন ডেস্ক:

কমবয়সীদের কাছে কনডম এবং জন্ম নিরোধক পিল বিক্রির নিষেধাজ্ঞা জারি করে আবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সরকার। খবর হিন্দুস্তান টাইমস

ভারতের কর্নাটকের ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট গত বৃহস্পতিবার ১৮ বছরের কমবয়সিদের কনডম ও গর্ভনিরোধক বড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই ঘোষণার পর চারদিকে প্রবল নিন্দা শুরু হয়।

এরপরই প্রবল সমালোচনা মুখে পড়ে নিষেধাজ্ঞা পরিহার করে নেয় কর্নাটক সরকার। অবশ্য এই বিষয়ে কর্ণাটক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

রাজ্যের মাদক নিয়ন্ত্রক বিভাগের প্রধান ভাগোজি টি বলেন, ‘‘অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের জন্য গর্ভনিরোধক বিক্রি করা উচিত নয়।’’ পরে তিনি বক্তব্য প্রত্যাহার করে নেন। তিনি বলেন, “আমরা এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তিা জারি করিনি। সংবাদমাধ্যমে ভুল খবর প্রচার হয়েছে।

গত বছরের নভেম্বরে বেঙ্গালুরুর কয়েকটি স্কুলে ছাত্রদের ব্যাগে কনডম, গর্ভনিরোধক বড়ি, সিগারেট এবং লাইটার পাওয়া যায়। আর ওই ঘটনা জুড়েই স্কুল চত্বরে বিতর্ক শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.