সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ গ্রেপ্তার

0 149

অনলাইন ডেস্ক:

সাতক্ষীরায় দীপ্ত টিভি ও দৈনিক প্রজন্ম একাত্তরের জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ’কে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে দেবহাটা থানায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সাংবাদিক রঘুনাথের স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ জানিয়েছেন, বাজার করে আসার পথে তাঁর স্বামীকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এলাকার ডেনাইট কলেজ মোড় থেকে কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। দিনভর কোনো খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দা বিভাগসহ সাতক্ষীরার সবগুলো থানায় যোগাযোগ করা হলেও কেউ তথ্য দিতে পারেনি।

এদিকে সাংবাদিক রঘুনাথকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন জাতীয় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. সুলতানা কামাল। তিনি বলেন, ‘আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। রঘুনাথ খাঁ’কে গ্রেপ্তার করা সাংবাদিকদের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা ছাড়া কিছুই নয়। রঘুনাথ খাঁ’কে দ্রুত মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

অন্যদিকে, রঘুনাথ খাঁ’কে নিঃশর্ত মুক্তির দাবি করেছে সাতক্ষীরার বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘দেবহাটার খলিশাখালি এলাকায় বিস্ফোরকদ্রব্য নিয়ে নাশকতার চেষ্টার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে দেবহাটা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া একই এলাকায় তাঁর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.