সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার আন্তরিক : স্বরাষ্ট্রমন্ত্রী

0 165

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। ভারত সরকারও সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আন্তরিক।’

লালমনিরহাটের হাতিবান্ধার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারত সবসময় বলে থাকে সীমান্তে হত্যা বন্ধ করবে। আমরা দুপক্ষই এ বিষয়ে আন্তরিক। খুব শিগগির আমাদের পরিকল্পনা এটা বন্ধে আমরা সফল হব।’

সীমান্তে মাদক চোরাচালান বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক একপর্যায়ে বন্ধ হবে। সর্বনাশা মাদক ইয়াবা আসে মিয়ানমার থেকে। মাদক নির্মূলে বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.