স্কুলছাত্রী ধর্ষণ মামলায় নড়াইলে গ্রেপ্তার ১
অনলাইন ডেস্ক:
নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলায় সুশান্ত বিশ্বাস (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে নড়াগাতি থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুশান্ত উপজেলার বাগুডাঙ্গা গ্রামের নিরেন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যোগ দিয়ে বিকেলে বাড়ি ফেরার পথে সুশান্তসহ চার জন এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর রাতভর তারা পালাক্রমে ধর্ষণ করে। পরে ২৪ জানুয়ারি ভোরে তাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও গতকাল শনিবার সন্ধ্যার পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সুশান্তসহ তিনজনের নাম উল্লেখ করে এবং একজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সুশান্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা সুসান্তকে রিমান্ডে আনার আবেদন করা হয়েছে কি না, জানতে চাইলে নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আব্দুল গফুর কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটিকে জঘন্য উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় একজনকে গ্রেপ্তার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।