৫৮ বছর বয়সী নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করেছে ১৬ বছরের কিশোর!
অনলাইন ডেস্ক:
ধর্ষণের পর ৫৮ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। দুই বছর আগে ওই কিশোরের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অপবাদ আনা হয়। পুলিশ বলছে, এর জের ধরে প্রতিশোধ নিতে কিশোরটি এ ঘটনা ঘটিয়েছে। ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে। গত ৩০ জানুয়ারি রাতে কৈলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
পুলিশ জানায়, ওই নারী যেখানে বাস করতেন সেখানেই তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়। প্রথমে তাকে আঘাত করার পর হেটে হিঁচড়ে একটি নির্মাণাধীন ভাবনের কাছে নেওয়া হয়। এরপর মুখের মধ্যে প্লাস্টিক ব্যাগ এবং জামা টুকিয়ে তাকে ধর্ষণ করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
ওই নারীর পরিবার জানিয়েছে, কিশোরটি প্রায়ই বাসায় টেলিভিশন দেখতে আসত। গত দুই বছর আগে বাসা থেকে একটি ফোন চুরি করে সে। এর প্রতিশোধ নিতেই সে এই কাজ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিবেক লাল জানা, ১ ফেব্রুয়ারি একটি নির্মাণাধীন ভবনে ৫৮ বছর বয়সী এক নারীর লাশ পড়ে আছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের ফরেনসিক বিভাগ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এবং ওই নারীর লাশ উদ্ধার করে।
পুলিশ অভিযান চালিয়ে কিশোরটিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।