পাঁচ লাখ টাকা দেনমোহরে নিজ ধর্ষককে বিয়ে করলেন বাদী
অনলাইন ডেস্ক:
যশোর আদালতের নির্দেশে ধর্ষণ মামলার আসামির সঙ্গে বিয়ে হয়েছে বাদীর। এসময় উপস্থিত ছিলেন আদালতের সরকারি কৌঁসুলিসহ দুই পক্ষের আইনজীবীরা।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের হাজতখানায় পাঁচ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে হয়।
আদালত সূত্রে জানা গেছে, যশোরের মণিরামপুরের এক যুবক তার কাছের আত্মীয়ের মাধ্যমে একটি মেয়েকে বিয়ে করে। এরপরে তারা বিভিন্নস্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন। কিন্তু মেয়েটি যুবকের বাড়িতে যেতে চাইলে নানা তালবাহানা শুরু করে। একপর্যায়ে তাদের বিয়ের বিষয়টি অস্বীকার করে ওই যুবক।
এ ঘটনার পর ৪ জানুয়ারি ধর্ষণের অভিযোগে মণিরামপুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। গত ৫ জানুয়ারি পুলিশ যুবককে আটক করে। এরপরই যুবকের আইনজীবী তার জামিনের জন্য আদালতে আবেদন করেন। রোববার উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনানি শেষে পাঁচ লাখ টাকা দেনমোহরে আদালত প্রাঙ্গণেই তাদের বিয়ে দেয়ার শর্তে জামিন মঞ্জুর করেন বিচারক।
পিপি এম ইদ্রিস আলী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কাজী ডেকে উভয়পক্ষের আইনজীবীর উপস্থিতিতে হাজতখানার মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে।