তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে চার হাজার ছুঁই ছুঁই
অনলাইন ডেস্ক:
সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি। এর মধ্যে তুরস্কে সব থেকে বেশি হতাহত হয়েছে। খবর আল-জাজিরার।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার পক্ষ থেকে আজ মঙ্গলবার জানানো হয়, দেশটিতে নিহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে দুই হাজার ৯২১ জন। আহত ১৫ হাজার ৮৩৪ জন।
অন্যদিকে, সিরিয়ায় এখন পর্যন্ত এক হাজার ৪৪৪ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত তিন হাজার ৪১১ জন।
সে হিসেবে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩৬৫ জনে।