কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে যেদিন

0 129

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতির বিষয়ে আজ সংসদীয় বৈঠকে এজেন্ডা হিসেবে আলোচনায় উঠতে পারে। তবে, সিদ্ধান্ত আসবে ১৯ তারিখের আগেই।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্যভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের একথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাষ্ট্রপতির বিষয়ে কিছু জানি না। আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজ সব কিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখ নির্বাচন। তার আগে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।’

Leave A Reply

Your email address will not be published.