গুলিতে হোটেল ম্যানেজারের মৃত্যুর ঘটনায় বাবা-ছেলে রিমান্ডে
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় গুলিতে হোটেল ম্যানেজার নিহতের ঘটনায় ভবনমালিক আজহার তালুকদার ও তাঁর ছেলে আরিফ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ ফেব্রুয়ারি রাতে ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্টুরেন্টে পানির অপচয় বেশি হওয়ায় বিদ্যুৎ বিল বেশি আসে—এই দাবিতে সুলতান ভাই কাচ্চির মালিকের কাছে ১০ লাখ টাকা দাবি করেন ভবনমালিক। এ নিয়ে কথার কাটাকাটির একপর্যায়ে আজাহার তালুকদার বাসা থেকে পিস্তল নিয়ে এসে হোটেলের ম্যানেজার কাজল মিয়াকে গুলি করেন। এ সময় পিস্তল দিয়ে আরও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়লে হোটেল কর্মচারী জনিসহ বেশ কয়েকজন আহত হন।
গুরুতর আহত কাজল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। গতকাল রাত সাড়ে ৯টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত কাজলেল বাবার নাম শাহআলম। তাঁরা বন্দরের নবীগঞ্জ এলাকার স্থায়ী বাসিন্দা।
এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠান। আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতের শুনানি শেষ তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।