মধ্য রাতে পদযাত্রা কর্মসূচি স্থগিত করল বিএনপি
অনলাইন ডেস্ক:
তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় শোক জানাতে বিএনপি রাজধানীতে তাদের আজকের নির্ধারিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে। গোপীবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গতকাল বুধবার মধ্যরাতে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সাইদুর রহমান মিন্টু।
মিন্টু জানান, তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় শোক জানাতে আজ বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল রাত ১টায় এ সিদ্ধান্ত হয়।