পিএসএলে সাকিবের খেলা কবে-কখন
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বাদ পড়ায় সাকিবকে নিয়ে আক্ষেপ বেড়েছে ভক্তদের। সেই আক্ষেপ ঘোচাতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির জার্সিতে মাঠ মাতাবেন সাকিব। চলনু জেনে নেওয়া যাক কবে-কখন সাকিবের ম্যাচ।
গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান।
প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও, সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পেশোয়ারের জার্সিতে খেলবেন সাকিব। এই ১২ দিনে অন্তত ৫টি ম্যাচে খেলবেন তিনি। এর আগে গতকাল (১৩ ফেব্রুয়ারি) সাকিবকে দলে নেওয়ার বিষয়টি ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে পেশোয়ার জালমি।
চলতি বিপিএলে নকআউট থেকে থেকে সাকিবের দল বাদ পড়লেও, পুরো আসর জুড়ে ব্যাট-বলে দ্যুতি ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ৩৭৫ রানের পাশাপাশি তার নামের পাশে রয়েছে ১০টি উইকেট। রংপুরের কাছে ৪ উইকেটের হারে শেষ হয়ে যায় বরিশালের বিপিএল যাত্রা।
পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন সাকিব। তবে, উইন্ডিজ তারকা শারফান রাদারফোর্ডের চোটে সুযোগ পেয়ে যান সাকিব। ক্যারিবীয় এই অলরাউন্ডারের বদলি হিসেবে সাকিবকে নিয়েছে পেশোয়ার। দলটির হয়ে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। খেলেছেন পিএসএলের আরেক দল করাচি কিংসের হয়েও। পিএসএলে এখন পর্যন্ত ১৩টি ম্যাচে ১৮০ রান করার পাশাপাশি আটটি উইকেট নিয়েছেন সাকিব।
সাকিবের ম্যাচের সময়সূচি:
১৪ ফেব্রুয়ারি, রাত সাড়ে ৮টা : পেশোয়ার জালমি-করাচি কিংস
১৭ ফেব্রুয়ারি, রাত সাড়ে ৮টা : পেশোয়ার জালমি-মুলতান সুলতান্স
২০ ফেব্রুয়ারি. রাত সাড়ে ৮টা : পেশোয়ার জালমি-কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স
২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টা : পেশোয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেড
২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টা : পেশেয়ার জালমি-লাহোর কালান্দার্স
এই ম্যাচ খেলেই দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। এরপরই মার্চের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে নেমে পড়বেন সাকিব।