লাকী আখান্দ আমাদের মাঝে আর নেই
কিংবদন্তি সংগীত পরিচালক, সুরকার, কণ্ঠশিল্পী লাকী আখান্দ ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ রাজধানীর মিটফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স ছিল ৬১ বছর।। ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী।
আরো দেখুন:
তিনি বাংলাদেশ বেতার এর সংগীত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’- এর মত গানগুলোর জন্য বাংলাদেশের গানের শ্রোতারা তাকে মনে রাখবে বহুদিন।