ভালোবাসা দিবসে হোটেলে উঠে স্ত্রীকে খুন করে পালিয়ে গেল স্বামী

0 164

অনলাইন ডেস্ক:

কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় ‘সি বার্ড’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হোটেলের ৩১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই গৃহবধূর নাম জেসমিন আক্তার (২৭)। তিনি বাগেরহাটের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি শহরের বাজারঘাটায় আবাসিক হোটেল সি বার্ডের ৩১০ নম্বর কক্ষে ওঠেন জেসমিন আক্তার ও তার স্বামী মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে স্বামী রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। হোটেল বয়রা রুমের ভেতর আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে হোটেল থেকে পুলিশকে খবর দেয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সিআইডির একটি অপরাধ টিম ঘটনাস্থলে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.