বিপিএলের ফাইনালে টস জিতে বোলিংয়ে কুমিল্লা

0 150

অনলাইন ডেস্ক:

বড় উপলক্ষের জন্য সেজেছে মঞ্চ। কার হাতে উঠবে বিপিএলের নবম আসরের শিরোপা, মাশরাফীর সিলেট না কি ইমরুলের কুমিল্লার? সেই শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মেগা ফাইনালে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লা। বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লার সামনে সুযোগ রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলার। অন্যদিকে সিলেটের সামনে সুযোগ প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেওয়ার।

এবার সিলেটের হয়ে শিরোপা জিতলে ব্যক্তিগত পঞ্চম শিরোপা জয়ের পাশাপাশি চারদলের হয়ে ট্রফি জয়ের রেকর্ড গড়বেন মাশরাফী। অন্যদিকে ফাইনালে হারের রেকর্ড নেই কুমিল্লার অধিনায়ক ইমরুলের। তাই মাশরাফী না ইমরুল কার হাতে উঠবে বিপিএল শিরোপা, সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সিলেট স্ট্রাইকার্স একাদশ : মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),  থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড, তানজিম হাসান সাকিব ও রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : জনসন চালর্স, লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মইন আলি, আন্দ্রে রাসেল, মোসাদ্দেক হোসেন, সুনিল নারিন, তানবির ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল মুগ্ধ।

Leave A Reply

Your email address will not be published.