মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু হচ্ছে আজ

0 148

অনলাইন ডেস্ক:

রাজধানীতে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি)। আজ থেকে এই স্টেশনে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারবেন।

এর আগে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন,  শনিবার থেকে উত্তরা সেন্টার স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আর মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে।

এ ছাড়া মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো চালু করা হবে। মার্চ মাসের মধ্যে সবকটি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে।

Leave A Reply

Your email address will not be published.