নিজ ধর্মের বাইরে বিয়ে করেছেন যেসব ভারতীয় ক্রিকেটাররা
অনলাইন ডেস্ক:
ক্রিকেট হোক কিংবা ফুটবল, খেলার মাঠ এমন একটা জায়গা যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে অংশ নেন। কোনও ভেদাভেদ দেখা যায় না। ভারতে এমন কয়েকজন ক্রিকেটার আছেন, যারা জীবনসঙ্গী নির্বাচনে ধর্মীয় পরিচয়কে বড় করে দেখেননি। চলুন জেনে নেই এমন কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের, যারা ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করেছেন।
১. জহির খান ও সাগরিকা ঘাটগে: বলিউড এবং ক্রিকেটের সম্পর্ক বরাবরই বিশেষ। দুটোতেই গ্ল্যামার আছে। অনেক ক্রিকেটারের হৃদয় বলিউড অভিনেত্রীরা চুরি করেছেন এবং এমন অনেক অভিনেত্রী আছেন যারা ক্রিকেটারদে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
তাদের মধ্যে অন্যতম জহির-সাগরিকা দম্পতি। বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে নামটির সঙ্গে অপরিচিত নন সিনেপ্রেমীরা। ভারতের সাবেক ফাস্ট বোলার জহির খান মুসলিম হয়েও এই হিন্দু অভিনেত্রীকে বিয়ে করেন। বলিউডের অন্যতম হিট সিনেমা চাক দে ইন্ডিয়াতে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন সাগরিকা।
২. যুবরাজ সিং ও হ্যাজেল কিচ: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন যুবরাজ সিং। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যুবরাজ। যুবরাজ সিং শিখ ধর্মাবলম্বী হলেও খ্রিস্টান অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেন।
৩. মুহাম্মদ কাইফ ও পূজা যাদব: ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির হিরো মুহাম্মদ কাইফ। যে জয় বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের পথ। মুহাম্মদ কাইফের ক্যারিয়ার যদিও এরপর বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তীকালে এক হিন্দু মেয়ের প্রেমে পড়েন তিনি। আলাপ থেকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হতে বেশি সময় লাগেনি। ২০১১ সালে পূজা যাদবকে বিয়ে করেন কাইফ। বিয়ের পরও নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়েছেন পূজা।
৪. দিনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকাল: ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক প্রথম বিয়ের পর বিচ্ছেদের সম্মুখীন হন। তবে তা এ মূহুর্তে আলোচ্য বিষয় নয়। তার প্রথম স্ত্রী নিকিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দিনেশ কার্তিক স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালের প্রেমে পড়েন। যিনি খ্রিষ্টান ধর্মালম্বী। ২০১৫ সালে বিয়ে করেন দিনেশ এবং পাল্লিকাল।
৫. মুহাম্মদ আজহারউদ্দিন ও সঙ্গীতা বিজলানি: ভারতের সাবেক অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের প্রথম বিয়ে নওরিন বেগমে সঙ্গে হয়েছিল। তবে ১৯৯৬ সালে নওরিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন আজহার। সঙ্গীত বিজলানির সঙ্গে আজহারের সম্পর্ক ভারতীয় ক্রিকেট সম্পর্কিত জুটিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার খোরাক জুগিয়েছিল। আজহারউদ্দিন ধর্মের দিকে না তাকিয়ে এই বিয়ে করলেও সঙ্গীতার সঙ্গে আজহারউদ্দিনের সম্পর্ক বেশিদিন টেকেনি।
৬. অজিত আগারকার ও ফাতিমা: ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার অজিত আগারকার মারাঠি পরিবারের সন্তান। কিন্তু তিনি প্রেমে পড়েছিলেন এক মুসলিম মেয়ের যে ছিল তার বন্ধুর বোন। ২০০২ সালে তখনও জাতীয় দলের অংশ থাকা অজিত আগারকার তার বন্ধুর বোন ফাতিমাকে বিয়ে করেছিলেন।