গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট
অনলাইন ডেস্ক:
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬-৭টি ইউনিট কাজ করছিল। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় ইউনিট আরও বাড়ানো হয়েছে। বর্তমানে ১৫টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত ১ জন মহিলাসহ ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি।
এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সনাতন রায় জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনের ৭তলায় আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবার বসবাস করছে। আগুনে কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।