গোপালগঞ্জে ৪৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0 131

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া পাঁচটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ উপলক্ষে এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি জনসভায় বক্তব্য দেবেন এবং নবনির্মিত ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিন সকালে ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুরে কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

দীর্ঘ চার বছর পর প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোটালীপাড়া সেজেছে নবরূপে। আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।

জনসভা শেষ করে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.