ড্রেসিংরুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিসিবিপ্রধান

0 169

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের পরিবেশ কেমন, স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? এই নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন চাউর হলেও, কখনোই এই বিষয়ে কথা বলেননি ক্রিকেটার কিংবা বোর্ড কর্তারা। অবশেষে বাংলাদেশের ড্রেসিংরুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছেন, ‘হাথুরুসিংহে আসার পর আমার মনে হচ্ছে একটি সমস্যা হতে পারে। যদিও আমি এখনই এটা প্রকাশ করতে চাই না। আমি শুধু আশা করতে পারি যে কোনো সমস্যা হবে না। সে ড্রেসিংরুমে কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির সুযোগ দেবেন না। হয়তো সবাইকে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, নয়তো ছেড়ে চলে যেতে হবে। কারণ সে এইরকম নিয়মেই কাজ করে।’

নাজমুল হাসান যোগ করেন, ‘বাংলাদেশ দলকে সে অতীতেও কোচিং করিয়েছিল। আর যে বাংলাদেশ দলকে সে এখন কোচিং করাচ্ছে, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এখন তামিম তার কথা বলবে, সাকিব তার কাজ করবে। সবচেয়ে ভালো বিষয় হাথুরুসিংহকে নিয়ে সাকিবের কখনও কোনো অভিযোগ ছিল না।’

এই সময় সিনিয়র খেলোয়াড়দের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিয়েও কথা বলেন বিসিবিপ্রধান। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘সিনিয়র খেলোয়াড়দের সামলানো হাথুরুসিংহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এমন কি রাসেল ডমিঙ্গোরও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সমস্যা ছিল। একটা সময় সে নিজে থেকেই ছেড়ে দেয়। আর তারা যদি ছেড়ে দেয়, তাহলে তো আমরা লাভবান হতে পারবো না। যদি কোচরা আমাদেরকে কোনো কিছু না বলে, ক্রিকেটারদের যার যেভাবে ইচ্ছে সেভাবে চলে, তাহলে তা তারা আমাদের কোনো কাজে আসবে না। আমাদের এই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে। আমি এবার আর সভাপতি হতে চাই না, কারণ আমি জানি গতবারের মত এবারও আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

Leave A Reply

Your email address will not be published.