‘বেকার’ বিষয়ে শাকিবের দুঃখ প্রকাশ, সমঝোতা

0 200

বিনোদন ডেস্ক: পরিচালকদের ‘বেকার’ বলার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন শাকিব খান। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের বিভিন্ন সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে ‘শাকিব খান নিষিদ্ধ’ জটিলতার সুরাহা হয় এর মাধ্যমে।

রবিবার রাত সাড়ে ৭টা নাগাদ এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি আরও জানান, শাকিব খানের সঙ্গে পরিচালক সমিতিসহ অন্য সংগঠনের মধ্যে সৃষ্ট জটিলতার শান্তিপূর্ণ সুরাহার জন্য রবিবার সকাল থেকে কাজ করছিলেন চিত্রনায়ক আলমগীর। তার সঙ্গে ছিলেন শিল্পী সমিতির নেতা অমিত হাসানসহ আরও অনেকেই।

গুলজার বলেন, ‘সে (শাকিব) সমিতিতে এসে বলেছে- পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তখন কিছু কথা না বুঝে বলে ফেলেছে। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সে আন্তরিকভাবে দুঃখিত।’ পরিচালকদের এই নেতা আরও জানান, এই বিষয়ে সোমবার (১ মে) বেলা ৩টায় বিএফডিসিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছে পরিচালক সমিতি।

অন্যদিকে ‘দুঃখ প্রকাশ’ কিংবা জটিলতা নিরসনের বিষয়ে শাকিব খান কোনও মন্তব্য করেননি এখনও। তার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায়নি, কাল (সোমবার) বিকাল চারটায় ডাকা তার সংবাদ সম্মেলনটি হবে কিনা!

প্রসঙ্গত, শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে যৌথ সভা বসে। সভা শেষে সন্ধ্যার দিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সমিতির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং পরিচালক সমিতির নিয়ম ভঙ্গ করার দায়ে শামীম আহমেদ রনীর সদস্যপদ বাতিল করা হলো।

ঐ যৌথ বিজ্ঞপ্তিতে পরিচালক সমিতির সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর ছাড়াও চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতির স্বাক্ষর রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.