চট্টগ্রামে দরবার শরীফের ৪১তম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন (ভিডিও)

0 520

দেশী টুয়েন্টিফোর ডেস্ক:

চট্টগ্রাম ফটিকছড়ি থানার অন্তর্গত সমিতির হাট ইউনিয়নস্থ ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক হাজত রাওয়া, মুশকিল কোশা আশেকে রাসূল হযরত শাহ ছূফী সৈয়দ আবেদ মনছুর শাহ (র:) প্রকাশ শাহ সাহেব কেবলার নির্দেশক্রমে প্রতি বছরের ন‍্যায় এই বছরও আল্লাহ-রাসুলের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:), পাকপাঞ্জাতন ও বিশ্বের সকল আউলিয়া কেরামের ৪১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্যে দিয়ে গাউছিয়া আবেদ শাহ মন্জিল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।

ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ‍্য ছিল মাজার গোসল, মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, ওয়াজ মাহফিল, ছেমা মাহফিল, মিলাদ-কিয়াম, তবরুক বিতরন।

হুজুরের আওলাদ শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরাফাত উদ্দিন শাহ এর ব‍্যবস্থাপনায়, জমঈতুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক-ভক্ত ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ওরশে আয়োজিত মিলাদ মাহফিলে তকবির পেশ করেন মাওলানা মোহাম্মদ মাসুম রেজা কাদেরী, মাওলানা আতাউল্লাহ নঈমী, মাওলানা রুহুল আমিন কাদেরী, মাওলানা মোহাম্মদ ইউনুছ আলকাদেরী।

এতে বিশেষ মেহমান ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বখতেয়ার উদ্দিন শাহ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন,অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।

পরিশেষে দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর কল‍্যাণ ও শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মাধ‍্যমে ওরশ শরীফ সমাপ্তি হয়।

Leave A Reply

Your email address will not be published.