এবার জাপানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প
অনলাইন ডেস্ক:
জাপানে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর পূর্ব অংশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী ভূমিকম্প হলেও সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্সের।
জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এনআইইডি) তথ্য মতে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ৬১ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
তাৎক্ষণিভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। হোক্কাইডোর দুটি পৌরসভায় ভূমিকম্পটির মাত্রা জাপানের ৭ পয়েন্টের রিক্টার স্কেলে ৫ এর নিচে ছিল বলে জানিয়েছে এনআইইডি। জাপানের আবহাওয়া সংস্থার মতে, সাধারণত এমন মাত্রার ভূমিকম্পে তাক থেকে আসবাবপত্র ও সরঞ্জাম পড়ে যায়।