বেলুচিস্তানে বাজারে বিস্ফোরণে নিহত চার, আহত ১৪

0 198

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেলুচিস্তানের বারখানের রাখানি বাজারে বিস্ফোরণ ও হতাহতের ওই ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, বারখান স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাজ্জাদ আফজাল বিস্ফোণের নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেছেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্তের জন্য এলাকাটিকে ঘিরে রেখেছে।

এদিকে বারখানের জেলা প্রশাসক আবদুল্লাহ খোসো বলেন, একটি মোটরসাইকেলে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের পর হতাহতের এ ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে রক্তাক্ত আহত ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। বিস্ফোরণের কথিত স্থানেও ভিড় জড়ো হতে দেখা যাচ্ছে ভিডিওগুলোতে। এ ছাড়া রাস্তার ধারে ছিন্নভিন্ন মোটরসাইকেল ও পোড়া শাক-সবজিও দেখা যায়। যদিও এসব ভিডিও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন এবং দোষীদের গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা নিরপরাধ মানুষের রক্তপাত করেছে তারা মানবতার শত্রু।

Leave A Reply

Your email address will not be published.