সায়াদের খোঁজ চায় তার পরিবার

0 158

অনলাইন ডেস্ক:

শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ২৩ বছরের যুবক সায়াদের খোঁজ চায় তাঁর পরিবার। গত ২৮ ফেব্রুয়ারি খুলনার দৌলতপুর মহসিন মোড় থেকে সে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল গোলাপী রঙের টি-শার্ট এবং বাদামী রংয়ের প্যান্ট।

সায়াদের বড় ভাই সোহান জানান, গত ২৮ ফেব্রুয়ারি বিকালে সায়াদ তার বাবার সাথে খুলনার দৌলতপুরে ঘুরতে গিয়েছিল।  সেখানে অনেক ভিড় ছিল তারপর হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সায়াদের বাবা ২ ঘণ্টা ধরে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। সায়াদ মহেন্দ্রা গাড়িতে চড়তে অনেক পছন্দ করে। একজন মহেন্দ্রা গাড়ি চালকের কাছে জানা গেছে সায়াদ কোনো এক মহেন্দ্রা গাড়িতে করে খুলনা বড় বাজার গিয়েছিল (ঘটনাটি ২৮ ফেব্রুয়ারির)।

সোহান বলেন, ‘৩ মার্চ খুলনা শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করার সময় কিছু স্থানীয় লোকজনের কাছে জানা যায় সায়াদের মত দেখতে একটি ছেলেকে রূপসা ঘাটে দেখা গিয়েছিল।’ কোন হৃদয়বান ব্যক্তি খোঁজ পেলে যোগাযোগ করুন-

Leave A Reply

Your email address will not be published.