তামিমের ডাকে সাকিবের সাড়া, জমে উঠেছে দুই সিনিয়রের রসায়ন

0 198

অনলাইন ডেস্ক:

সাকিব-তামিমের সম্পর্কে ফাটল। কেউ কারো সাথে কথা বলেন না। গত কয়েকদিন ধরে এই দুই ক্রিকেটারকে নিয়ে এমন আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে অনুশীলনে তামিম-সাকিবের এমন সুন্দর দৃশ্যের দেখা মিলল যা আপনাকে বিমোহিত করবে।

আজ রোববার (৫ মার্চ) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘাম ঝড়ানো অনুশীলন করে বাংলাদেশ দল। দলের সঙ্গে শনিবার চট্টগ্রামে না গেলেও আজ সকালে পৌঁছে বিশ্রাম না নিয়ে অনুশীলনে নেমে পড়েন সাকিব।

অনুশীলনের মাঝেই ব্যাট-প্যাড পরে উইকেট দেখার জন্য হাজির হন অধিনায়ক তামিম। সাগরিকার উইকেট বুঝতে সাহায্য নেন সাকিবের। তাই দূর থেকেই নাম ধরে সাকিবকে ডাক দেন তামিম। তামিমের ডাকে সাড়া দেন সাকিব। তড়িঘড়ি করেই ছুটে যান তামিমের কাছে। নিজের জ্ঞানভান্ডার থেকে তামিমকে উইকেটের চরিত্র কেমন হতে পারে, তাই বোঝানোর চেষ্টা করেন সাকিব। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দুজনের সম্পর্ক মাঠের বাইরে যেমনই হোক, মাঠে তাদের কমিটমেন্ট ছিল শতভাগ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে এই দুই ক্রিকেটার দলকে জেতাতে না পারলেও, জয়ের জন্য করেছেন লড়াই। আর আজ সাকিব-তামিমের এমন আলাপে স্বস্তি ভক্ত-সমর্থকদের মনে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই লক্ষ্য আগামীকাল সোমবার (৬ মার্চ) শেষ ওয়ানডে জয় দিয়ে শেষ করার। তবে কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য।

কারণ সাগরিকার উইকেটে বরাবরই হাইস্কোরিং ম্যাচ হয়। অতীত পরিসংখ্যান সে কথাই বলে। অন্তত গতবছর ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে রানের পাহাড় গড়েছিল টিম ইন্ডিয়া। তাই এই ম্যাচেও এমন কিছুরই আভাস মিলছে।

Leave A Reply

Your email address will not be published.