ভবনে বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পাওয়া যায়নি : বিশেষজ্ঞ সেনাদল
অনলাইন ডেস্ক:
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এক ভবনে বিস্ফোরণের ঘটনায় কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।
আজ রোববার (৫ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ দলের প্রধান কমান্ডিং অফিসার মেজর মো. কায়সার বারী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মেজর কায়সার বারী বলেন, ‘আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে পুরো ভবনে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। প্রাথমিক পর্যবেক্ষণে বিস্ফোরণে কোনো বিস্ফোরক দ্রব্যের ব্যবহার হয়নি বলে মনে হয়েছে। যদি কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার হতো তাহলে আমাদের যন্ত্রের মাধ্যমে সেটা বুঝতে পারতাম।’
এক প্রশ্নের জবাবে মেজর কায়সার বলেন, ‘বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে আরও তদন্তের প্রয়োজন। আমরা যেহেতু বিস্ফোরক শনাক্ত করি আমাদের যন্ত্র দিয়ে, তাই প্রাথমিকভাবে আমরা বলতে পারি এখানে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি। এখানে বারুদ বা আইইডি ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের আসল কারণ আরও তদন্ত শেষে জানা যাবে।’
সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ওই তিন তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং কয়েকটি দেওয়াল ধসে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।