খ্যাতির বিড়ম্বনায় স্বপ্নের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে উঠলেন ‘কাঁচা বাদাম’ গানের শিল্পী
অনলাইন ডেস্ক:
‘আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম/আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম’; মাস কয়েক আগে পুরো ভারতবর্ষে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিল গানটি। আর এই গানটি দিয়েই রাতারাতি পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন ভারতের বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর।
এরপর কয়েক লাখ টাকা খরচ করে বানিয়েছিলেন স্বপ্নের বাড়ি। তবে এখন আর সেই বাড়িতেই আর থাকতে পারছেন না খ্যাতির বিড়ম্বনায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে দুবরাজপুরের বাড়ি ফাঁকা রেখে অন্য জায়গায় থাকছেন ভুবন বাদ্যকর। এর কারণ নিজেই পরিস্কার করেছেন তিনি। গায়ক জানান, খ্যাতির বিড়ম্বনা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
ভুবন বাদ্যকর বলেন, ‘আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কেউ ছেলের শরীর খারাপ বলে, কারো মেয়ের বিয়ের টাকা চাই। তাও ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা।’
এখানেই শেষ নয়, খ্যাতি পাওয়ার পর আইফোনও কিনেছিলেন ভুবন। সেটিও টাকা চাইতে এসে ছিনতাই করে নিয়ে গিয়েছিল এক যুবক। পরে ৩০০০ টাকা নিয়ে ফিরিয়ে দিয়ে যায় সেটি। এইসব বিড়ম্বনা থেকে মুক্তি পেতেই নিজের বাড়ি ছেড়ে ২৭০০টাকার ভাড়া বাড়িয়ে উঠেছেন বলে জানান ভুবন বাদ্যকর।
এদিকে কদিন আগে জানা যায়, কপি রাইটের বেড়াজালে পড়ে প্রতারিত হচ্ছেন ভুবন বাদ্যকর। তার দাবি, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। কপিরাইটের জালে ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।