সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ: নিহত ৩ জনের লাশ হস্তান্তর
অনলাইন ডেস্ক:
রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণে নিহত তিনজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সোমবার (৬ মার্চ) নিহত শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষারের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আহতদের মধ্যে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে আরও ৪ জনকে। তাদের মধ্যে আইসিইউতে আছেন একজন।
এদিকে গতকালের মতো আজও দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না সেখানে। হতাহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ যায় তিনজনের। আহত হন অর্ধশতাধিক।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ধারণা, স্যুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকেই ঘটে থাকতে পারে বিস্ফোরণ।