এবার কমলো সয়াবিনের মূল্য
অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। এ নিয়ে চার কার্যদিবস পর তেলবীজটির দর কমলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
অবশ্য বিশ্ববাজারে ভোজ্যতেল উৎপাদন পণ্যটির লোকসান সীমিত পর্যায়ে রয়েছে। কারণ, অন্যতম প্রধান সরবরাহকারী আর্জেন্টিনায় সয়াবিনের উৎপাদন কমার পূর্বাভাস দেয়া হয়েছে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে পণ্য গবেষণা কোম্পানি হাইটাওয়ার জানিয়েছে, সাম্প্রতিক উষ্ণ আবহাওয়ার কারণে আর্জেন্টিনা ছাড়া অন্যান্য উৎপাদনকারী দেশেও ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এতে আগামী সময়ে ভোজ্যতেলটির দাম বাড়বে বলে শঙ্কা জেগেছে।
তবে চলতি গ্রীষ্মে ব্রাজিলে রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রেও বাম্পার ফলন হয়েছে। ফলে দর নিয়ন্ত্রণেও থাকার সম্ভাবনা আছে।
সোমবার (৬ মার্চ) সয়াবিনের দরপতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৫ ডলার ১৫ সেন্টে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী সয়াবিনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আর্জেন্টিনায় উৎপাদন কমেছে। এই অবস্থায় তেলবীজটির সরবরাহ কমাতে পারে যুক্তরাষ্ট্র। ফলে শুধু ব্রাজিল সরবরাহ ঠিক রাখলেও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করতে পারে।