চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিটেক্স তুলার গোডাউনে আগুন

0 200

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট কুমিরা ন্যামসান ডিপোর পশ্চিম পাশে ইউনিটেক্স লিঃ এর তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, ইউনিটেক্স লিমিটেডের তুলার গোডাউনে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনের পূর্ব পাশেই ন্যামসান ডিপো ও বৈদ্যুতিক খুটি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানান কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

এ রিপোর্টে লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসদল। তবে আগুনের নিভানোর জন্য ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

প্রসঙ্গত, এর আগে গত ৪ মার্চ একই উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে ৬ জন নিহত ও ৩৩ জন আহত হয়।

Leave A Reply

Your email address will not be published.