শারদীয়া উৎসব উপলক্ষ্যে শুভ আশির্বাদ

0 303

শ্রীশ্রী কৈবল্যনাথের ৫ম মোহন্ত মহারাজ “শ্রীমৎ দিলীপ চক্রবর্ত্তী” মহোদয় সকলকে আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষ্যে শুভ আশির্বাদ জানিয়েছেন।
তিনি প্রার্থনা জানিয়ে বলেন, পূর্বনির্দিষ্ট চৈতন্যহারা, সুমতিহারা ও সত্য লঙ্ঘণকারী দল, অশুভ শক্তি বিনাশ হোক। কৈবল্যদায়িনী দূর্গতিনাশিনী মর্তালোকে শুভাগমণে শুভ শক্তির জয় হোক।
শ্রীশ্রীকৈবল্যনাথের পঞ্চম মোহন্ত মহারাজ “শ্রীমৎ দিলীপ চক্রবর্ত্তী” মহারাজ বর্তমানে নগরীর সদরঘাটস্থ পি কে সেন সাত তলা বিল্ডিং এর নিকটে “হারবারেজ ইন” বিল্ডিংয়ের (৬ষ্ঠ তলা) বাবু খোকন দাশের বাসায় অবস্থান করছেন। আসন্ন শারদীয় উৎসব সমাপনান্তে বিজয়া সম্মেলনে সকলের উপস্থিতি একান্ত কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.