স্ত্রী স্ত্রী হত্যায় সাবেক এসপি বাবুলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
অনলাইন ডেস্ক:
মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ সোমবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।
অপর ছয় আসামি হলেন মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া। তাদের মধ্যে বাবুল, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার কারাগারে আছেন। এহতেশামুল জামিনে, কামরুল শিকদার মুসা ও খাইরুল ইসলাম কালু পলাতক রয়েছেন।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাবুলকে। তার উপস্থিতিতেই আদালতে শুনানি হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ জানান, রাষ্ট্রপক্ষ থেকে বাবুলসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। অপর দিকে মক্কেলদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
বাবুলের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, এ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে বাবুলকে ফাঁসানো হয়েছে। তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন (৬ জুন) বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল । ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। একই দিন পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুলের শ্বশুর মোশাররফ। এ মামলায় আসামি করা হয় বাবুলসহ আটজনকে।