জেলে বসে টিভি লাইভে সালমানকে গ্যাংস্টারের হুমকি : ক্ষমা চাইতে হবে, নয়তো…

0 221

অনলাইন ডেস্ক:

বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে না হলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে বলিউড ভাইজান সালমান খানকে। জেলে বসে টিভি সাক্ষাৎকারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এমন হুমকি দিয়েছেন।

কারাগারের ভেতর থেকে দেয়া এবিপি নিউজ এর স্পেশাল শো ‘অপারেশন দুরন্ত’তে লরেন্স বলেছেন, ‘আমাদের সমাজে সালমানের প্রতি ক্ষোভ আছে। আমার সমাজকে তিনি অপমান করেছেন। তার বিরুদ্ধে মামলা হলেও তিনি ক্ষমা চাননি। যদি তিনি ক্ষমা না চান, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে তাকে। আমি অন্য কারো উপর নির্ভর করব না।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই তার জন্য আমার মনে রাগ। তার অহংকার আমি আজ হোক বা কাল হোক ভেঙে দেব। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি তাকে ক্ষমা করে, তাহলে আমি কিছু বলব না।’

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কয়েক বছর আগে সালমান খানকে কালো হরিণ মামলায় জড়িত থাকার জন্য হত্যার হুমকি দিয়েছিলেন।

সম্প্রতি সিধু মুসেওয়ালার মৃত্যুর পর আবারও হুমকি পেয়েছেন সালমান।

Leave A Reply

Your email address will not be published.