মোটরসাইকেল অজ্ঞাত গাড়ির ধাক্কা, সড়কে পড়েছিল দুই আরোহীর লাশ

0 146

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রীজ নামক এই দুঘর্টনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রীজের এলাকায় ওই মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি অজ্ঞাত গাড়ি। মোটরসাইকেলে চালকসহ দুই যুবক ছিল। দু’জনই ঘটনাস্থলে মারা গেছে। তবে কি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তা জানাতে পারেনি।

Leave A Reply

Your email address will not be published.